নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ রক্ষক এবার ভক্ষকের ভূমিকায়। জলপাইগুড়িতে তদন্তের নামে ডেকে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। মহিলা থানায় অভিযোগ জানাতেই নড়েচড়ে বসল পুলিশ। তড়িঘড়ি অভিযুক্ত পুলিশ অফিসারকে ক্লোজ করা হল।
অভিযুক্ত জলপাইগুড়ি জেলা পুলিশের একজন সাব ইন্সপেক্টর। জলপাইগুড়ির একটি থানায় কর্মরত। শুক্রবার রাতে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির বাসিন্দা এক মহিলা। জানা গিয়েছে, একটি মামলার তদন্তের অছিলায় ওই মহিলাকে জলপাইগুড়ির রাজগঞ্জে ডেকে নেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। এরপর তাঁকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। মহিলা অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তিনি শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করে।
এদিন দুপুরে শিলিগুড়ি পুলিশের একটি তদন্তকারী দল রাজগঞ্জ থানায় আসে। তারপরই ওই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়। জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানা জিরো এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে। এই ঘটনায় অভিযুক্ত অফিসারকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত সাব ইন্সপেক্টরের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি।