নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের বৈশালীর হাতসার গঞ্জ ওপি থানার কাছে গাড়ি চালানো শিখতে গিয়ে পুলিশের সাব ইনস্পেকটর এক পথচারীকে ধাক্কা মেরে বসলেন। গোটা ঘটনার ভিডিয়োটি রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।
জানা যায়, রাতেরবেলার দিকে স্থানীয় থানার এক জন আধিকারিক রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। তখন এক জন পথচারী রাস্তা পার হওয়ার সময় পুলিশের জিপটি তাকে ধাক্কা মারে। এই পুরো ঘটনাটির ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হওয়ার সময় এক জন ব্যক্তিকে ধাক্কা মেরে কিছু দূর টেনে নিয়ে যায়। এরপর গাড়িটি রাস্তার অপর পাশে একটি দোকানে ধাক্কা মেরে থেমে যাওয়ার পর ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।
Sponsored Ads
Display Your Ads Here
দোকানে ধাক্কা লাগার পর পুলিশকর্মীরা আতঙ্কে গাড়ি থেকে নামতে থাকেন। আর গাড়িটি ফেলে দিয়ে পালানোর চেষ্টাও করেন। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করার চেষ্টা করে। আর অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। এমনকি ক্ষুব্ধ এলাকাবাসী গাড়িটিকে ঘেরাও করে চাবি কেড়ে নেয়। এদিকে, বেগতিক দেখে অভিযুক্ত সাব-ইন্সপেক্টর এক জন কনস্টেবলকে গাড়িতে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আর দুর্ঘটনায় আহত ওই পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এই দুর্ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here