চয়ন রায়ঃ কলকাতাঃ বিধাননগর কমিশনারেটের অধীন নারায়ণপুর থানার অন্তর্গত শিকেরবাগান এলাকা থেকে ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ১ জন গৃহবধূকে । মৃতা বয়সী অপর্ণা ঘোষ। বয়স ২৬ বছর।
জানা গিয়েছে, শনিবার রাতেরবেলা অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরে তার পরিবারের তরফ থেকে স্বামী প্রসূন মজুমদারের নামে পুলিশের কাছে অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হলে পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী প্রসূনকে গ্রেফতার করা হয়। ওই দম্পতি উত্তরবঙ্গের বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশের কাছে প্রসূন জানান, “রাতেরবেলা কাজ থেকে বাড়ি ফিরে বেল বাজালেও অপর্ণা দরজা খোলেননি। এরপর পুলিশ ও দমকল বিভাগের কাছে খবর দেন। দমকলকর্মীরা এসে অপর্ণার ঝুলন্ত দেহ তিন তলার ফ্ল্যাট থেকে উদ্ধার করে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।”
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে ওই বহুতলের অন্য আবাসিকরা এবং রক্ষীরা বলেন, “কখনো ওই ফ্ল্যাট থেকে ঝগড়ার আওয়াজ শোনা যায়নি।” এদিকে আবার পুলিশ বলেছেন যে, “অপর্ণার শরীরে কালশিটে দাগ পাওয়া গিয়েছে। আজ দেহ ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সমগ্র বিষয়টি স্পষ্ট ভাবে জানা যাবে।”
Sponsored Ads
Display Your Ads Here