মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ার ট্রেলার রোড কুলিয়া পট্টি নবজীবন ক্লাবের পাশের নর্দমা থেকে সঞ্জনা কুমারী নামে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় এক গ্যারেজের মালিক জানান, “যখন ভোরবেলা ৫ টা ৩০ মিনিট নাগাদ তিনি গ্যারেজ খুলছিলেন তখন সঞ্জনার মা এসে জানান যে মেয়ে রাতেরবেলা ৩ টে থেকে নিখোঁজ। এরপর গ্যারেজের সামনে ঝাঁট দেওয়ার সময় সঞ্জনার মৃতদেহ নর্দমায় পড়ে থাকতে দেখেন। এরপর তিনি বীজপুর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে খবর দেন।”
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকাবাসীদের একাংশ দাবী করেছেন যে, “সঞ্জনাকে খুন করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, “এটি আত্মহত্যা না খুন তা জানতে ইতিমধ্যে পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে।”