নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের সাহাচকে একটি গেস্ট হাউস থেকে এক জন রুশ ইঞ্জিনিয়ারের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৬০ বছর বয়সী রুসলান গাটালিন রাশিয়া থেকে খড়গপুরের রেশমি মেটালিক্সে ‘গেস্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে যোগ দিতে এসেছিলেন। কিন্তু এদিন গেস্ট হাউসের কর্মীরা রুসলানকে ঘরের ভিতর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এরপর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। তবে পুলিশ ঘটনাটির খবর পেয়ে এই মৃত্যু ঘটেছে কিভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছেন। অন্য দিকে ভারতের বিদেশ মন্ত্রকের সাথে রেশমি মেটালিক্সের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। এর পাশাপাশি রাশিয়ায় রুসলানের পরিবারের সাথেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।