নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকায় গ্রামের পুজোতে মদ্যপদের দাপাদাপি থামাতে গিয়ে রক্ত ঝরলো পুলিশের। চলল নিগ্রহ, অকথ্য ভাষায় গালিগালাজ। আর বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনার জেরে পুলিশ কর্মীরা কার্যত গোটা গ্রাম ঘিরে ফেলল। এই ঘটনাকে কেন্দ্র এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শেষে পরিস্থিতি সামলাতে মাঠে র্যাফ নামে।
স্থানীয় সূত্রে খবর, এলাকায় পুজো উপলক্ষ্যে কিছু যুবক মদ খেয়ে বচসায় জড়িয়ে পড়ে। মুহূর্তে ওই বচসা বিশাল আকার ধারণ করে। এরপর দাসপুর থানায় খবর যেতেই পুলিশ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনতে রীতিমতো বেগ পেতে হয়। এই ধস্তাধস্তির মধ্যে এক জন যুবক মন্দিরের আটচালাতে পড়ে যায়। বাসিন্দাদের দাবী, “ওই যুবক পুলিশের মারের চোটে পড়ে যান।” এরপর কয়েক জন পুলিশের গাড়ি ঘিরে বচসা শুরু করেন। যা কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে পরিণত হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এই গন্ডগোলের সময় এক জন পুলিশকর্মীর মাথা ফেটে যায়। হাত-পায়েও আঘাত পান। এছাড়া পুলিশকে অকথ্য ভাষায় গালাগালিও করা হয়। এমনকি, পুলিশের গাড়িও ভেঙে দেওয়া হয়। শেষ অবধি পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়। পাশাপাশি, ঘাটাল মহকুমার এসডিপিও, ঘাটাল সার্কেল ইনস্পেক্টর, দাসপুর ও ঘাটাল থানার ওসি এসে উপস্থিত হয়। আর গন্ডগোল করা এবং কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার জন্য রাতেরবেলাই এলাকা থেকে পনেরো জনকে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক জন মত্ত অবস্থায় থাকা যুবক মহিলাদের উত্ত্যক্ত করার পাশাপাশি এলাকায় গন্ডগোল করছিলেন। তাদের ধরতে গিয়ে তিন জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, আহত পুলিশ কর্মীরা বর্তমানে ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Sponsored Ads
Display Your Ads Here