পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ফের বাংলায় আক্রান্ত পুলিশ। এবার দক্ষিণ চব্বিশ পরগণার ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর এলাকায় কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল গুরুতর ভাবে আক্রান্ত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এদিন এলাকায় বসিরুদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা ও তাদের পরিবারের সাথে তৌফিক মোল্লা এবং জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে অশান্তি হয়। বচসা চরমে উঠলে পোলেরহাট থানার পুলিশের কাছে খবর যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অশান্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আচমকা জাহাঙ্গীর কনস্টেবল সুশান্তবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে ধাক্কা মারে।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি কিল-ঘুষি মারে বলেও অভিযোগ ওঠে। এরপর পুলিশ ওই যুবককে আটক করতেই আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী পুলিশের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে লাগেন। আর গাড়ি ভাঙচুর করার হুমকিও দেন। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আপাতত এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজমান।
Sponsored Ads
Display Your Ads Here