চয়ন রায়ঃ কলকাতাঃ আজ কলকাতায় বইয়ের বিপণি ভাঙচুরের প্রতিবাদ জানাতে গিয়ে অষ্টমীর সন্ধ্যায় গ্রেফতার হলেন কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও অন্যান্য সিপিএম নেতারা।
সপ্তমীর রাতেরবেলা রাসবিহারীর প্রতাপাদিত্য রোডে সিপিএমের বিপণিতে তৃণমূল ‘চোর ধরো, জেল ভরো’ পোস্টার দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
Sponsored Ads
Display Your Ads Here
সিপিএম এই ঘটনার প্রতিবাদে রাসবিহারী অ্যাভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত করে ফের বই বিপণি চালু করার ডাক দিয়েছিল। এই জমায়েতে রবীন দেব, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার এবং গৌতম গঙ্গোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
প্রতিবাদ সভা ও বই বিপণি চালু করার সময়ে স্থানীয় পুজো কমিটির সাথে আবার গোলমাল শুরু হয়। সিপিএমের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বারবার হামলা চালালেও অশান্তি আটকাতে প্রতিবাদীদের গ্রেফতার করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, ‘‘পুজো কমিটির অসুবিধা তো হতেই পারে। পুজোর ভিড়ের মধ্যে স্টল খুলতেই হবে কেন? পুজোর পরে রবিবার দেখে এসব করা যেত। পুলিশ প্রশাসনিক গোলমাল হচ্ছে দেখে পদক্ষেপ গ্রহণ করেছে।’’