রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের মেমারী থানার রসুলপুর এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সহ একজন যুবককে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের এসটিএফ শাখা। কলকাতা পুলিশকে এই তদন্তে সম্পূর্ণ সহযোগীতা করেছে মেমারী থানার পুলিশ আধিকারিকরা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের নাম সুনীল হাওলাদার। তার কাছ থেকে ৫ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করা হলো। বর্তমানে যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এছাড়া ধৃতের কাছ থেকে পাচার কার্যে ব্যবহৃত একটি চারচাকা গাড়িও উদ্ধার করা হয়েছে।