নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দত্তক দেওয়ার নাম করে দিল্লি পুলিশ সদ্যোজাতদের বিক্রির এক চক্রকে গ্রেফতার করেছেন। ওই চক্রে দুই জন ব্যক্তি ও পাঁচ জন মহিলা আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্র মারফত ওই চক্রের খবর পাওয়ার পরই অভিযুক্তদের হাতেনাতে গ্রেফতার করতে উত্তমনগরের অটো স্ট্যান্ড এলাকায় জাল বিছিয়ে রাখেন। এরপর ছদ্মবেশে শিশু কেনার জন্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন। আর সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রির চুক্তি হয়।
এরপর পুলিশের পাতা ফাঁদে পা দিয়ে অভিযুক্তরা শিশুকে নিয়ে নির্দিষ্ট জায়গায় হাজির হন। আর প্রাথমিক ভাবে চার লক্ষ টাকা দেওয়া হতেই পুলিশ এক জন ব্যক্তি এবং চার জন মহিলাকে গ্রেফতার করেন। এই ঘটনায় আড়াই মাসের এক শিশুপুত্র সহ নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশী জেরায় এই ঘটনায় যুক্ত আরো এক জন ব্যক্তি ও এক জন মহিলাকে গ্রেফতার করা হয়। এছাড়া জানা যায় যে, কুতুবুদ্দিন নামে এক জন ব্যক্তি সদ্যোজাতদের ঝাড়খণ্ড থেকে আনতেন। বর্তমানে কুতুবুদ্দিনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ধৃত সাত অভিযুক্ত হলেন জ্যোতি, বীণা, পবন, বরখা, সালমি, মধু শর্মা এবং বাবলু শাহ।