নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ পরিযায়ী পাখি চোরাশিকারের অভিযোগে মুর্শিদাবাদের কান্দির এক নম্বর ব্লকে বিলকুরুল জলাভূমির অদূরে পল্লিশ্রী গ্রাম থেকে ২৩ টি পাখি সহ গ্রেফতার দুই জন অভিযুক্ত। আর এক জন পালিয়ে গিয়েছে।
বনবিভাগ সূত্রের খবর, উদ্ধার হওয়া পাখির মধ্যে পরিযায়ী কাদাখোঁচা (স্নাইপ), উড স্যান্ডপাইপার এবং স্থানীয় পাখি হাটিটি (রেড ওয়াটল্ড ল্যাপউইং) রয়েছে। ওই দুই জন অভিযুক্তদের বাড়ি বেলডাঙার কাপাসডাঙা অঞ্চলে। এদিন তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
Sponsored Ads
Display Your Ads Here
বনকর্মীরা বন্যপ্রাণপ্রেমী সংগঠন ‘হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগের’ (হিল) তরফ থেকে খবর পেয়েই হানা দেন। এদিকে কয়েক সপ্তাহ আগে বিলকুরুল থেকেই জাল পেতে পাখি ধরার অভিযোগে এক জন চোরাশিকারীকে গ্রেফতার করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here