অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস) ও কলকাতা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আনন্দপুরের গুলশন কলোনী এলাকা থেকে মাহফুজ়ুর রহমান নামে ৩০ বছর বয়সী এক ভিন দেশী এক যুবককে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, একইসাথে সন্দেহভাজন আরো ১৭ জনকে গ্রেপ্তার করেছে। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখার তরফে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা মাহফুজ়ুরের সম্পর্কে জানানো হয় যে সে কলকাতায় লুকিয়ে রয়েছে। এরপরেই মাহফুজুরকে মোবাইল টাওয়ারের অবস্থানের সূত্রে ধরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, মাহফুজুর একাধিক অপরাধের সাথে যুক্ত। দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত ছিল। কিন্তু জঙ্গী সংগঠনের সাথে যোগাযোগ আছে কিনা বা ভারতে এসেছিল কত দিন আগে তা পুলিশ মারফত খতিয়ে দেখা হচ্ছে। মাহফুজুরকে ট্রানজ়িট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে।
এছাড়া বাকি ১৭ জন ধৃতদের তল্লাশি চালিয়ে একাধিক পাসপোর্ট, আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র পাওয়া গেছে। আপাতত সেগুলি আসল কি না তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।