নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোলের জামুড়িয়া থানা এলাকায় অজয় নদীর পার সংলগ্ন দরবারডাঙ্গা ঘাটের কাছে নাকা তল্লাশি চালানোর সময় নদীর পার থেকে আগ্নেয়াস্ত্র সহ ২১ বছর বয়সী এক জন যুবককে গ্রেফতার করা। আর ওই যুবক চার চাকার যে গাড়িতে ছিলেন, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাকে আসানসোল আদালতে হাজির করানো হবে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে নাকা তল্লাশি চালানোর সময় একটি জাইলো গাড়ি তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও দু’রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আর গাড়িতে থাকা বেশ কয়েক জন পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে গেলেও এক জন যুবককে গ্রেফতার করা হয়। আর বাকিদের খোঁজ চালানো হচ্ছে। অভিযুক্ত যুবক নিয়ামতপুরের বাসিন্দা শাহবাজ আনসারি। আপাতত পুলিশ শাহবাজকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here 
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে পুলিশ বেআইনী অস্ত্র এবং অর্থ চোরাচালান রুখতে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যে সারা রাজ্যে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। অজয় নদী বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাকে পৃথক করেছে। এই ঘটনায় পুলিশের অনুমান, বীরভূম থেকে বেআইনী অস্ত্র পশ্চিম বর্ধমানে ঢোকানোর চেষ্টা হচ্ছিল। হয়তো এই অস্ত্র নির্বাচনে অশান্তি সৃষ্টির কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here 
 
				 
								 
															













