নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের নলহাটির দু’নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারীর নাম উঠে এসেছিল। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তের প্রশ্নের মুখেও পড়েন। এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে থানা খুলে প্রতারণার অভিযোগ ওঠে। অভিযোগ, ‘‘বিভিন্ন মামলার তদন্ত করার নামে টাকা তুলতেন। ওয়েবসাইট খুলে অনুদানওনেওয়া হত। অবশেষে পুলিশ উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারী ও তার ছেলে সহ মোট ছ’জনকে গ্রেফতার করেছেন।’’
জানা গেছে, বিভাস অধিকারীর থানায় তল্লাশি চালিয়ে আন্তর্জাতিক প্রচুর ভুয়ো স্বীকৃতি আইডি কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, ‘‘তারা থানায় নিজেরাই মামলা রুজু করতেন। এরপর তদন্তের নামে অভিযুক্তদের ডেকে নিজেরাই টাকা তুলতেন।’’ উল্লেখ্য, বিভাস অধিকারীর নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল। সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) এবং ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তাঁর বীরভূমের নলহাটির বাড়ি ও উত্তর কলকাতার শিয়ালদহের অফিসে তল্লাশিও চালিয়েছে।
এছাড়া গত বছর এপ্রিল মাসে সিবিআইয়ের তদন্তকারীরা নলহাটির আশ্রমেও তল্লাশি চালিয়েছিলেন। আর সেখান থেকেও প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল। প্রাসদসম ওই আশ্রমের নেপথ্যেও একাধিক দুর্নীতির টাকা রয়েছে বলে ওই সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here