নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ভাসানের নাচ হোক বা বরযাত্রীদের নাচে কেউ না কেউ বাজনার তালে তাল মিলিয়ে সাপের অঙ্গভঙ্গি করে বিখ্যাত নাগিন ডান্স করতে শুরু করেন। কিন্তু এই যাত্রায় মানুষ নয় বরং জলজ্যান্ত কেউটে সাপই বরযাত্রীদের সাথে নেচে উঠেছে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়া শহরে এই ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, বরযাত্রীর তরফ থেকে বরকে নিয়ে যাওয়ার সময় এক জন সাপুড়ে ভাড়া করা হয়। এরপর রাস্তার মাঝে দাঁড়িয়েই সকলে নাচতে শুরু করেন। সাপুড়েও নিজের মাথার উপরে রাখা খোলা বাক্সে কেউটে সাপ নিয়ে নাচতে থাকেন। এই ভিডিওটি আপলোড হতেই যথেষ্ট শোরগোল পড়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
ঘটনাক্রমে এই ভিডিওটি পুলিশের নজরে আসতেই পুলিশ সাপুড়ে সহ বরযাত্রীর দলে উপস্থিত পাঁচ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে। ইতিমধ্যে রাজ্যের বন দপ্তর ওই কেউটে সাপটিকে উদ্ধার করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই সাপুড়ে সাপটির বিষদাঁত ভেঙে দিয়েছেন যা দণ্ডনীয় অপরাধ। এই ঘটনায় পাত্র-পাত্রী সহ পাত্রের বাবা তিন জনেরই গুরুতর শাস্তি হওয়া উচিত।