পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ প্রায়শই পানীয় জলের পাইপ থেকে নোংরা বেরোনোর অভিযোগ ওঠে। আর আজ দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার পুর এলাকায় পানীয় জলের পাইপ থেকে কেঁচো জাতীয় প্রাণী বেরোনোর অভিযোগ উঠলো। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এই এলাকায় কোটি কোটি টাকা খরচ করে হুগলী নদীর জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য গঙ্গোত্রী প্রকল্প চালু হয়েছে। কিন্তু এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই এলাকাবাসীরা পাইপ থেকে নোংরা জল পড়ার অভিযোগ তুলে আসছেন। এবার ওই জলের পাইপ থেকে কেঁচোর মতো দেখতে প্রাণী বেরোচ্ছে বলে অভিযোগ তুললেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই জাতীয় একটি প্রাণীকে ডায়মন্ড হারবার উচ্চ বিদ্যালয়ের ল্যাবরেটরীতে সংগ্রহ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কেঁচো জাতীয় ওই প্রাণীটি বিষাক্ত হতে পারে। ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে এই খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে পুরসভায় যান। এই ঘটনায় প্রবীর পোল্লে ও মৃদুল মণ্ডল নামে দু’জন ইঞ্জিনিয়ার সহ পাঁচ জন পুরকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here