এবার দেশের প্রথম থ্রিডি তারামণ্ডল তৈরী হলো হাওড়ায়

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এত দিন তারামণ্ডল বলতে কলকাতার ‘বিড়লা প্ল্যানেটোরিয়াম’ সকলের কাছে পরিচিত ছিল। কিন্তু এবার হুগলী নদীর অন্য পারে দেশের প্রথম থ্রিডি অর্থাৎ ‘থ্রি ডাইমেনশনাল’ বা ত্রিমাত্রিক তারামণ্ডলের কাজ সম্পূর্ণ হয়েছে। হাওড়া পুরসভা প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে এই তারামণ্ডলটি তৈরী করেছে।

চলতি বছর দুর্গাপুজোর সময় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এর উদ্বোধন করেছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা খোলা হয়নি। তবে এবার ডিসেম্বর মাস থেকেই দর্শকরা থ্রিডি প্রযুক্তির সাহায্যে মহাকাশ দেখতে পাবেন।


হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানন, ‘‘এবার শীতের মরসুমে হাওড়ার মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার এই থ্রি-ডি তারামণ্ডল। আগামী ২ রা ডিসেম্বর সকলের জন্য এটি খুলে দেওয়া হবে। আপাতত দুপুরবেলা ৩ টে, বিকেলবেলা ৪ টে ও ৫ টার তিনটি শো থাকবে। ছোটোদের জন্য টিকিটের মূল্য ৭০ টাকা। বড়োদের জন্য টিকিট মূল্য ১২০ টাকা। 


/

আর থ্রিডি অ্যানিমেশন তৈরী সহ অন্যান্য প্রযুক্তিগত সহায়তা দিতে দেশী-বিদেশী সংস্থা যৌথ ভাবে কাজ করছে।’’ ইতিমধ্যে এই থ্রিডি প্রযুক্তি দর্শকদের মধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে। এবার হাওড়ার তারামণ্ডলে নক্ষত্রপুঞ্জ চিনতে ওই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930