নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ আজ বিহারের পাটনার গান্ধী ময়দানের অনশনস্থল থেকে পুলিশ প্রশান্ত কিশোর সহ তাঁর সমর্থকদের জোর করে আটক করে নিয়ে যায়। আর পরে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, এদিন প্রশান্ত কিশোরকে জোর করে অ্যাম্বুলেন্সে তুলে স্বাস্থ্য পরীক্ষার জন্য এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রশান্ত কিশোরকে অ্যাম্বুলেন্সে তোলার সময় পুলিশের সঙ্গে তাঁর ও তাঁর অনুগামীদের ধস্তাধস্তি হয়।
কেউ কেউ দাবী করছেন, ‘‘পুলিশের এক জন আধিকারিক প্রশান্ত কিশোরকে চড় মারেন।’’ ইতিমধ্যে নেটমাধ্যমে এই ধস্তাধস্তির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর বিহারের সরকারী চাকরীর পরীক্ষা বিপিএসসিতে অনিয়মের অভিযোগ তুলে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসে নতুন করে ওই পরীক্ষা নেওয়ার দাবী তুলেছেন। ২ রা জানুয়ারী থেকে অনশন শুরু হয়েছিল। এদিন চতুর্থ দিন ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
বিহারে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সত্তর তম পরীক্ষায় অনিয়মের অভিযোগে দীর্ঘ দিন ধরে প্রশান্ত কিশোর সরব হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করে অভিযোগ তোলেন, ‘‘দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরীর পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। কিন্তু মুখ্যমন্ত্রী ব্যক্তিগত প্রয়োজনে বার বার দিল্লি যেতে পারেন, এক বার নিজের রাজ্যে চাকরী প্রার্থীদের সাথে দেখা করতে পারেন না।’’ পাশাপাশি রাজ্যের নানা প্রান্তে পরীক্ষা বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবীতে চাকরীপ্রার্থীদের বিক্ষোভ চলছে।
Sponsored Ads
Display Your Ads Here
বিহারের চাকরীপ্রার্থীদের এই আন্দোলনকে রাজ্যের অনেক শিক্ষাবিদ ও বিরোধী রাজনৈতিক নেতারা সমর্থন করেছেন। এর মাঝে গত ২৯ শে ডিসেম্বর রাতেরবেলা পুলিশ গান্ধী ময়দানে চাকরীপ্রার্থীদের জমায়েতে লাঠিচার্জ করেছিল। প্রশান্ত কিশোর ওই জমায়েতে ছিলেন। যদিও বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশ প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মামলা করেছিল।
Sponsored Ads
Display Your Ads Here