অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের পর এবার ত্রিপুরার সরকারী বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি দেখতেই রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে। যান চলাচল নিয়ে সতর্কতামূলক বার্তা প্রচারের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হয়।
বিজেপি শাসিত রাজ্যগুলির বিজ্ঞাপনে এভাবে বারংবার এই রাজ্যের উন্নয়নের ছবি উঠে আসছে। এর আগে উত্তরপ্রদেশ সরকার মা উড়ালপুলের ছবি এরপর উত্তরাখণ্ড সরকার অণ্ডাল বিমানবন্দরের ছবি ব্যবহার করেছে।
রাজ্য সাধারণ সম্পাদক এই ঘটনা প্রসঙ্গে জানান, “বিজেপির নিজস্ব কিছু নেই। গোয়াও দুয়ারে সরকারকে নকল করেছে। এমনকি এখানে ‘দিদিকে বলো’ নকল করে ত্রিপুরা সরকার ‘দাদাকে বলো’ চালু করেছে।
আবার পুরশাসক ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেন, “ডবল ইঞ্জিন সরকার নতুন কিছু দিতে মানুষকে ব্যর্থ। তাদের যে যে জায়গায় ডবল ইঞ্জিন আছে তারা কপি করতে মাস্টার। তাই কলকাতার জিনিস নিয়ে প্রচার করছে”।
তবে ত্রিপুরায় বিজেপি সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এই রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানালেন যে, ” সরকারকে আরো সতর্ক হতে হবে”।
এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, “বিজেপির চৌর্যবৃত্তি করাই স্বভাব। বিজেপি মানে মিথ্যাচারের দল”।