গবাদি পশু পুষতে হলে লাগবে অনুমতি পত্র
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ পৌরসভা এলাকায় গবাদি পশু পুষতে হলে লাগবে অনুমতি পত্র শুধু তাই নয় বাড়িতে পশুকে বেঁধে রাখতে হবে। রাস্তাঘাটে পশু দেখতে পাওয়া গেলে আইনী পদক্ষেপ নেওয়া হবে।
ইতিমধ্যে মালদার ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে শহর জুড়ে এই নিয়ে মাইকিং শুরু হয়েছে। কিন্তু এরপরও অবাধে শহরের রাজপথে গরু ঘুরে বেড়াচ্ছে। তাই অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ অভিযানে নামলো।
পৌর প্রশাসক তথা মহকুমাশাসক সুরেশচন্দ্র রানোর নেতৃত্বে বালুচর সহ একাধিক এলাকায় শহরের রাজপথে ঘুরে বেড়ানো গবাদি পশুগুলি আটক করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রশাসক জানান, “গবাদি পশু পুষতে হলে রীতিমতো পৌরসভা থেকে অনুমতি পত্র নিতে হবে”।