নিউজ ডেস্কঃ সাধারণত মানুষের গড় আয়ু ৭০ থেকে ৮০ বছর। কিন্তু গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা উপত্যকায় মানুষের গড় আয়ু ১১০ বছর থেকে ১২০ বছর। অনেকে আবার ১৬৫ বছর অবধি বাঁচে। এই গিলগিট বাল্টিস্তান হুঞ্জা ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন। প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে এটি পাকিস্তানের অন্যতম বিখ্যাত পর্যটনস্থল। হুনজা সম্প্রদায়ের লোকরা বুরুশস্কি ভাষায় কথা বলার জন্য এদের বুরুশোও বলা হয়।
আর এরা মুসলিম ধর্মকে অনুসরণ করেন। এখানে ৬৫ বছর বয়স পর্যন্ত মেয়েদের যুবতী মনে হয়। এই বয়সে তারা সহজেই সন্তান ধারণ করতে পারে। হুনজা সম্প্রদায়ের নারীরা বিশ্বের সবচেয়ে সুন্দরী বলে বিবেচিত হয়। উপত্যকায় হুঞ্জা উপজাতির জনসংখ্যা ৮৭ হাজার। আজও এখানকার জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লাগেনি। কয়েকশো বছর থেকে একই ভাবে চলে আসছে।
Sponsored Ads
Display Your Ads Here
এখানকার মানুষরা বেশী মধু খায়। এছাড়া নিজেদের উৎপন্ন শস্য অর্থাৎ বার্লি, বাজরা, গমের আটা ও শাক-সব্জি খান। আর অল্প খেয়ে প্রতিদিন পনেরো কিলোমিটার থেকে কুড়ি কিলোমিটার হাঁটেন। বরফ জল দিয়ে স্নান করেন। এছাড়া এখানকার মানুষরা কম অসুস্থ হন। আর জটিল কোনো রোগ প্রায় নেই বললেই চলে।
Sponsored Ads
Display Your Ads Here