নিজস্ব সংবাদদাতাঃ উত্তরাখণ্ডঃ উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পুজো দিতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে আহত হয়েছেন। এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়েছিল। পাশাপাশি কানওয়ার যাত্রাও চলছে। যার জন্য পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো।
জানা গেছে, মনসা দেবীর মন্দিরে ওঠার সিড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে অনেকে হুড়মুড়িয়ে পড়ে যান। এর জেরে সাত জনের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়। আর কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। তারপর দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও এসডিআরএফ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও উদ্ধারকাজে নজর রাখছেন। আর প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code