ব্যুরো নিউজঃ টিম পেন যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন। মানসিক সমস্যার কারণে ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন। তাই অস্ট্রেলিয়া বোর্ড পেনের জায়গায় সীমিত ওভারের দলের সদস্য অ্যালেক্স ক্যারেরকে নতুন উইকেটকিপার হিসেবে বেছে নিল।
অ্যালেক্স অ্যাশেজ সিরিজে উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, “অ্যালেক্স সীমিত ওভারের ক্রিকেটে দলের নিয়মিত সদস্য। আর একজন অসাধারণ ক্রিকেটার। অ্যালেক্সকে পেয়ে আমাদের দলের শক্তি নিঃসন্দেহে অনেকটাই বাড়বে”।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু সম্প্রতি শেফিল্ড শিল্ডে আট ইনিংসে মাত্র ১৫৩ রান করলেও গত মাসের শেষের দিকেই ওয়ান ডে কাপে শতরান করে বলেছেন, “একটা দুর্দান্ত সিরিজ খেলার জন্য মুখিয়ে রয়েছি। ভালো করে প্রস্তুতি নিয়ে নিজের সেরাটা দেওয়াই আমার লক্ষ্য থাকবে”।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code