ব্যুরো নিউজঃ প্যালেস্টাইনঃ ইজরায়েলে অবরোধের জেরে গাজার বিভিন্ন হাসপাতালে বিদ্যুৎয়ের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। এতে বিশেষত ইনকিউবেটরে থাকা শিশু ও আইসিইউতে চিকিৎসাধীন রোগীদের বড়ো অংশের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৭ ই সেপ্টেম্বর প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরে ইজরায়েল ফৌজ ভূমধ্যসাগরের তীরবর্তী ৩৬৫ বর্গ কিলোমিটারের গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের নির্দেশে ২৩ লক্ষ প্যালেস্তিনীয় নাগরিকের আবাসভূমিতে কয়েক হাজার টন বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাত হানা হয়েছে। পাশাপাশি, জল, খাবার, গ্যাস, বিদ্যুৎ সহ ওষুধ সরবরাহের উপর নানা বিধিনিষেধ জারি করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এই পরিস্থিতিতে ইজরায়েল গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় জেনারেটরের সাহায্যে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের স্বাস্থ্য দপ্তর মুখপাত্র আশরাফ আল-কিদরা জানান, ‘‘এখন গাজার বিভিন্ন হাসপাতালে বৈদ্যুতিক ইনকিউবেটরে ১৩০টি সদ্যোজাত শিশু রয়েছে। মোট তেরোটি হাসপাতালের আরো অনেক নবজাতক রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু মজুত জ্বালানীর সঞ্চয় ক্রমশ কমে আসার কারণে জেনারেটর কত দিন চালু রাখা যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।’’ উল্লেখ্য যে, স্বশাসিত প্যালেস্তিনীয় কর্তৃপক্ষের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ১৭ দিনের যুদ্ধে পাঁচ হাজারের অধিক প্যালেস্তিনীয় নাগরিক প্রাণ হারালেন। যার প্রায় অর্ধেকই শিশু।
Sponsored Ads
Display Your Ads Here