অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা ৯টা ১২ মিনিট নাগাদ হঠাৎ বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপার্চার কাউন্টারের পাশে আগুন লাগে। গোটা চত্বর ধোঁয়ায় ভরে যায়। এর জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। দমকল বিভাগও খবর পেয়ে ঘটনাস্থলে দু’টি ইঞ্জিন নিয়ে আসে। এছাড়া পরে আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌছায়। পাশাপাশি বিমানবন্দরেরও পাঁচটি ইঞ্জিন মিলিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
বিপর্যয় মোকাবিলা দলও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সমস্ত যাত্রীদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনো অবধি বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারী ভাবে আগুন লাগার কোনো কারণ জানাননি। তবে যাত্রীদের সামগ্রী বহনের কনভেয়ার বেল্টে কোনো ভাবে শর্টসার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here