মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ রেল ওভারব্রিজ তৈরীর দাবীতে ব্যারাকপুর স্টেশনে অবরোধ শুরু করলেন নিত্যযাত্রীদের একাংশ। এই অবরোধকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহ মেন শাখার আপ-ডাউন লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে।
অবরোধকারীদের কথায়, ‘‘২০২০ সালে আমফান ঝড়ে ব্যারাকপুর রেল স্টেশনের মাঝখানে থাকা ফুট ওভারব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। রেলের তরফ থেকে গোটা ফুট ওভারব্রিজটি নতুন করে তৈরীর কথা বলে ভেঙে দেওয়া হয়। কিন্তু দীর্ঘ তিন বছর কেটে গেলেও এখনো তা কার্যকর হয়নি। আর এই ফুট ওভারব্রিজটি না থাকায় নিত্যদিন নিত্যযাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিন নাগরিক প্রতিরোধ মঞ্চের ব্যানারে ফুট ওভারব্রিজের দাবীতে রেল রোকোর ডাক দেওয়া হয়। ওই সংগঠনের ব্যারাকপুর শাখার তরফে স্টেশন চত্বরে সকালবেলা ৮ টা থেকে জমায়েত করা হয়। ব্যারাকপুর স্টেশন চত্বরে অবরোধকারীরা একটি মিছিল করেন। ও বক্তব্য পেশ করেন। এরপর পূর্ব পরিকল্পিত ঘোষণা অনুযায়ী ১৪ নম্বর গেটে অবরোধ শুরু করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তখন রেল পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আর্জি জানান। তবে অবরোধকারীরা ব্যারাকপুরের স্টেশন ম্যানেজার কেএল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি জমা দেন।
Sponsored Ads
Display Your Ads Here
রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘‘যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার স্বার্থে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার আর্জি জানানো হচ্ছে। ফুট ওভারব্রিজটির বিষয়টি রেল গুরুত্ব দিয়ে দেখছে।’’ রেলের তরফে জানা গেছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।