অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ সপ্তাহের চতুর্থতম ব্যস্ত সকালে মেট্রো গোলযোগ। আজ নোয়াপাড়া মেট্রো কারশেডের থার্ড লাইনে বিদ্যুৎ ট্রিপ করে যাওয়ায় নোয়াপাড়া কারশেড থেকে সকালের শুরুর সময় থেকে মেট্রোরেক বেরোতে পারেনি। মেট্রোর এই সমস্যার জেরে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
মেট্রো সূত্রে জানা গেছে, কবি সুভাষ থেকে যে কয়েকটি রেক বেরিয়েছিল, তা দিয়েই কবি সুভাষ থেকে দমদম অবধি মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। কিন্তু দমদম থেকে দক্ষিণেশ্বর কম রেক চালানো হয়েছে। যে রেক আপ লাইন দিয়ে গিয়েছে, সেটাই ডাউনলাইন দিয়ে ফিরেছে। সকালবেলা প্রায় ৭টা ৩০ মিনিট থেকে এই ত্রুটি দেখা দেয়। সকালবেলা ৮ টা ৪০ মিনিট পর্যন্ত এই সমস্যা ছিল।
যার কারণে যাত্রীরা বিভিন্ন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকেন। আর মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ায় মেট্রো স্টেশন থেকে আবার বেরিয়ে এসে বাস ধরার চেষ্টা করেন। যাত্রীদের অভিযোগ, “ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে অনেকটা সময়ের ব্যবধান থাকছিল। আর সেই জন্য স্টেশনে স্টেশনে ভিড় জমছিল। মেট্রোতেও অত্যাধিক ভিড় হচ্ছিল।”
Sponsored Ads
Display Your Ads Here