অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ফের মেট্রো বিভ্রাটের খবর প্রকাশ্যে আসছে। সপ্তাহের অন্যতম ব্যস্ত দিনে আজ চাঁদনী চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করতেই কামরার নীচ থেকে আগুনের ফুলকি দেখা যায়। এরপরই যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। তাই যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছাতে বেশ দুর্ভোগের মধ্যেও পড়তে হয়।

মেট্রো সূত্রে খবর, এদিন মেট্রোর রেকটি শহীদ ক্ষুদিরামমুখী ছিল। এরপর চাঁদনী চক মেট্রো স্টেশনে মেট্রোর রেক প্রবেশ করতেই যাত্রীদের একাংশ একটি কামরার নীচ থেকে আগুনের ফুলকি বের হতে দেখেন। এরপরই চাঞ্চল্য তৈরী হয়। ইঞ্জিনিয়ররা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মেট্রো রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যান। ফলে বেশ খানিক্ষণ পরিষেবাও ব্যাহত হয়।

তবে ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। কিন্তু হঠাৎ মেট্রোর তলা থেকে আগুনের ফুলকি বের হয়েছে কেন? তা ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখছেন। উল্লেখ্য, গত সোমবার কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা যাওয়ার পরই ওই মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আর মেট্রো কর্তৃপক্ষ সম্পূর্ণ মেট্রো স্টেশন ভেঙে নতুন মেট্রো স্টেশন তৈরীর সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই ই-টেন্ডার জারি হয়েছে। তবে সেই রেশ কাটতে না কাটতেই এদিন আবারও মেট্রো স্টেশনে সমস্যা তৈরী হয়।
Sponsored Ads
Display Your Ads Here












