নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ জঙ্গলমহল-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবরোধ দুর্ভোগের মধ্যেই আজ ডাউন মেদিনীপুর-হাওড়া লোকালটি গিরি ময়দান স্টেশন ছেড়ে খড়গপুরের দিকে যাওয়ার পথে সামনের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। কিন্তু সেই সময় রেলপথে কাজ চলায় ট্রেনটি খুব ধীর গতিতে থাকায় বড়ো ধরণের কোনো দুর্ঘটনা ঘটেনি।
রেল সূত্রে জানা গিয়েছে, রেলের আধিকারিকরা ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। এই ঘটনায় সাময়িক ভাবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে ট্রেন চলাচলে। তবে আপ লাইন খোলা থাকায় সেখান দিয়ে ট্রেন চলাচল করছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানান, “হাওড়াগামী ডাউন মেদিনীপুর লোকাল লাইনচ্যুত হয়ে গেলেও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের অন্য একটি ট্রেনে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক। কিন্তু এমন ঘটনা ঘটেছে কেন তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”