নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের মোতিহারীতে উল্টে গেল যাত্রীবোঝাই নৌকা। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে ১১ জনকে উদ্ধার করেন স্থানীয়েরাই। মৃতরা হলেন ২৫ বছর বয়সী মুকেশ কুমার, ৩০ বছর বয়সী বাবুলাল সহানি ও ৫০ বছর বয়সী কৈলাস সহানি।
জানা গিয়েছে, ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। তার পর সেটি উল্টে যায়। আশপাশে কয়েকটি নৌকা ছিল, ফলে সেই নৌকাচালকদের সহযোগিতায় বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়। তবে তিন জন তলিয়ে যান। তাঁদের তিন জনেরই দেহ উদ্ধার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি খুব একটা বড় ছিল না। অনেকের অভিযোগ, নৌকার আকারের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। নদী এমনিতেই ফুলেফেঁপে রয়েছে। জলের টানও বেশি। ফলে মাঝনদীতে যেতেই নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি উল্টে যায়। নৌকা উল্টে যেতে দেখেই কিছুটা দূরে থাকা অন্য নৌকার মাঝিরা চলে আসেন। তাঁদের সহযোগিতায় বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার সম্ভব হয়।
Sponsored Ads
Display Your Ads Here