নিজস্ব সংবাদদাতাঃ কালিম্পংঃ রবিবার থেকে একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামছে। প্রবল বৃষ্টিতে কালিম্পংয়ের কালিঝোরার কাছে বিরিকধারায় ধস নেমে দশ নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে গিয়েছে। ফলে সিকিমের সাথে সমতলের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজও চালানো হচ্ছে।
সিকিমগামী সমস্ত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। বিরাট অংশ জুড়ে ধস নামায় তা সরাতে অনেকটা সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে। সরকারী আধিকারিকরা ধস নামার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান। এদিকে ধস সরানোর কাজের মধ্যেই মাঝেমাঝে বৃষ্টি নামছে। ফলে ধস সরানোর কাজে বাধা আসছে।
এতে যানজট আরো ব্যাপক আকার নিচ্ছে। এর জেরে পুলিশ অন্য রাস্তা দিয়ে দু’পাশের গাড়ি ঘুরিয়ে ছাড়ার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ধসের জেরে শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা ক্রমশ বাড়ছে।