নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আজ সকালবেলা আসানসোলের জামুড়িয়ার জাদুডাঙ্গা এলাকার ‘ড্রিম পলিপ্যাক’ নামের একটি কারখানায় আগুন লেগে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে কারখানার একটি অংশ একেবারে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে খবর, ওই কারখানায় পেট্রোপণ্য জাতীয় পদার্থ তৈরী হত। কারখানার চারপাশে জনবসতি সহ অন্য কয়েকটি কলকারখানাও রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে যান। আর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান।
এছাড়া কারখানার অন্য কোনো অংশে আগুন ছড়িয়ে পড়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে শ্রমিকদের দাবী, ‘‘শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’’ কিন্তু কারখানা কর্তৃপক্ষ এই বিষয় কোনো মন্তব্য করেননি। যদিও অগ্নিকাণ্ডের কারণ জানতে ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।