নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ দিল্লি-শিমলা মহাসড়কে ভয়াবহ ভূমিধসের জেরে পাহাড়ের একাংশ ভেঙে রাস্তায় নেমে এসেছে। ফলে বড়ো বড়ো পাথরের চাঁইয়ে সড়কের একপাশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, আচমকাই পাহাড় থেকে বড়ো বড়ো পাথরের চাঁই রাস্তায় নেমে আসে। কিন্তু ওই সময় রাস্তায় খুব একটা যানবাহন না থাকায় বড়ো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দিল্লি-শিমলা এই মহাসড়ক চার লেন হওয়ায় রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই কারণে যানজটের সৃষ্টি হয়। আর তাই যানবাহনগুলিকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি রাস্তা থেকে দ্রুত পাথর সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন হিমাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আরো ধস নামার আশঙ্কা করা হচ্ছে।