রাতভর বৃষ্টির মধ্যেই শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ির একাংশ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ ফের শহরে ভেঙে পড়লো বাড়ি। একদিকে রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক রাস্তা। এরমাঝে গতকাল রাতেরবেলা ১টা নাগাদ কলকাতা পুরসভার ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ পার্ক এলাকার সুবীর চ্যাটার্জী রোডে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা তিনতলা বাড়ির একটি অংশ ভেঙে পড়ে। তবে দীর্ঘদিন ধরে বাড়িটি খালি থাকায় মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্য রাতেরবেলা বিকট শব্দে বাড়িটির ছাদ ও উপরের দেওয়াল ধসে পড়ে যায়। কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও এই ঘটনায় এলাকাবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কলকাতা পুরসভার কর্মীদের খবর দেওয়া হলে তারা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একইসাথে দমকল এবং পুলিশ বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারপর ধ্বংসস্তুপ সরানোর পাশাপাশি এলাকা ঘিরে রেখে কাজ চলতে থাকে।

উল্লেখ্য, আগেই কলকাতা পুরসভার তরফে এই বাড়িটিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, আজ সকালবেলা বৌবাজারের একটি পুরোনো বাড়ির একটা অংশ ভেঙে ফুটপাতের উপর থাকা একটি ছোটো দোকানের উপর গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় কেউ আহত না হলেও দোকানটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে প্রশাসনের তরফ থেকে তৎপরতার সাথে উদ্ধার কাজ চালানো হয়।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930