অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাত ২ টো নাগাদ কলকাতার জোড়াসাঁকোয় একটি কারখানার গুদামে আগুন লাগে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আচমকা ওই কারখানার গুদামে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে দমকল ও স্থানীয় পুলিশের কাছে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন নিয়ে আসে। দমকল কর্মীদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু আগুনের প্রবল তীব্রতার জেরে কারখানার একাংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। কারখানার মালিক জানান, কারখানায় কোনো অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। তবে কি থেকে এই আগুন লাগলো তা জানা্র জন্য তদন্ত শুরু হয়েছে। অবশ্য পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, শট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
প্রসঙ্গত, সম্প্রতি সোনারপুরের রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকলবাহিনীকে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়।