নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ অবিবাহিত দম্পতিদের জন্য নয়ডার একটি অভিজাত আবাসন নয়া নির্দেশিকা জারি করলো। সেক্টর ৯৯ এর আবাসন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, ঘরভাড়া নিয়ে একসাথে থাকতে হলে অভিভাবকদের অনুমতিপত্র লাগবে।
সূত্রের খবর, গত ১১ ই জানুয়ারী ওই আবাসনের আটতলা থেকে এক জন আইনী পড়ুয়ার পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল। এরপর ওই সোসাইটির সভাপতি ভি এন সুব্রহ্মণ্যম আবাসনের সব ফ্ল্যাটের মালিককে ইমেল মারফত জানিয়েছে, ‘যেসব ফ্ল্যাট মালিক অবিবাহিত দম্পতিদের ঘর ভাড়া দিচ্ছেন, তারা যেন অবশ্যই ওই দম্পতির কাছ থেকে তাদের ঠিকানা সহ একসাথে থাকার জন্য অভিভাবকদের অনুমতিপত্র চেয়ে নেন। যদি কোনো একা অবিবাহিত পুরুষ বা মহিলাকেও ঘর ভাড়া দেওয়া হয়, সেক্ষেত্রেও অভিভাবকদের অনুমতিপত্র লাগবে। আর সোসাইটির শান্তি ও নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হচ্ছে।
সোসাইটিরই এক জন কর্মীর মতে, ‘‘কর্তৃপক্ষ এই ধরণের সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছেন। কেননা, অবিবাহিতেরা সোসাইটিতে নানা ভাবে অস্থির পরিবেশ সৃষ্টি করেন। এই নির্দেশের পরে তা বন্ধ হবে।’’ তার কথায়, ‘‘অনেকেই ভুয়ো শংসাপত্র দিয়ে ভাড়া নেন। এই পদক্ষেপ সেই ঘটনাকে আটকাতে পারবে।’’ তবে এই ধরণের নির্দেশিকায় সেখানে মিশ্র প্রতিক্রিয়াও তৈরী হয়েছে। ফ্ল্যাটের ভাড়াটেদের অনেকেই জানান, ‘‘এই ধরণের নির্দেশিকা জারি না করে সোসাইটি কর্তৃপক্ষের নিরাপত্তার উপর জোর দেওয়া উচিত।’’