নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ এবার পশ্চিম মেদিনীপুর পুরসভার ন’নম্বর ওয়ার্ডের লালদিঘি এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চাদের খাবারে শুয়োপোকা পাওয়া যেতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অন্যান্য দিনের মতো এদিনও এলাকার অনিমা সাহু নামে এক জন মহিলা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের জন্য টিফিনবক্সে খিচুড়ি নিয়ে যান। কিন্তু বাড়িতে গিয়ে খাওয়ানোর সময় দেখেন, খিচুড়ির উপর শুয়োপোকা পড়ে রয়েছে। বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জানাতে গিয়ে দেখেন, ততক্ষণে আইসিডিএস (ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস) সেন্টার বন্ধ হয়ে গিয়েছে।
তখন আশপাশের কয়েকজনকে বিষয়টি জানাতেই সেন্টারের শিক্ষিকা যান। তবে ওই শিক্ষিকা মহিলার অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, “সেন্টারের রান্না এবং বাচ্চাদের খাওয়ানো হয় অতি সতর্কতার সঙ্গে। তাছাড়া এদিন অন্যান্য সমস্ত বাচ্চারা সেই খাবার খেয়েছে, কিন্তু কারোর কোন অসুবিধা হয়নি। হতে পারে খাবার নিয়ে যাওয়ার পথে খাবারে শুয়োপোকা পড়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে এই ঘটনার বিষয়ে জেলাশাসককে ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর গুচ্ছাইত। ঘটনার নিন্দা করেন তিনি। কিন্তু এর পিছনেও রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন ওয়ার্ড কাউন্সিলর সৌরভ বসুর। তিনি বলেন, “ICDS সেন্টারে যদি রান্নার সময় বা তারপরে খাবারে শুয়োপোকা পড়ে থাকতো, তাহলে যেসব বাচ্চারা খাবার খেয়েছে তাদের অসুবিধা হত, কিন্তু কোনও বাচ্চার কোনও অসুবিধা হয়নি। ফলে এটা তদন্ত সাপেক্ষ বিষয়। এর পিছনে চক্রান্ত রয়েছে।”