নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বিদ্যালয়ের ফি কমানোর দাবীতে শিলিগুড়ির ইসকন মন্দির রোডে অভিভাবকরা পথ অবরোধ করলেন।
https://www.youtube.com/watch?v=64JNuvBOr3Y
Sponsored Ads
Display Your Ads Hereঅভিযোগ ওঠে, শিলিগুড়ির ইসকন মন্দির রোডে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে গত বছরের তুলনায় এই বছর পড়ুয়াদের ফি বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি করোনার জেরে বিদ্যালয় বন্ধ থাকলেও জল, বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে টাকা নেওয়া হচ্ছে। এরপরই সোমবার অভিভাবকেরা অতিরিক্ত টাকা যাতে না নেওয়া হয় সেই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বিদ্যালয়ে যান।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=yuAJc4eP1Lc
কিন্তু অভিভাবকদের অভিযোগ, “তাদের কথা স্কুল কর্তৃপক্ষ শোনেনি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যালয়ের ফি জমা না দিলে সেক্ষেত্রে পড়ুয়াদের বিদ্যালয়ে রাখা হবে”। এরপরই অভিভাবকেরা পথ অবরোধ করে।
Sponsored Ads
Display Your Ads Here