মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্য জুড়ে চলছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। আর শনিবারের পর ফের গতকাল রাতে ফের উত্তর চব্বিশ পরগণার পানিহাটি বিধানসভার অন্তর্গত ঘোলার চণ্ডীতলা এলাকায় বোমার আঘাতে আহত হয়েছেন পরেশ দাস নামের ১ জন তৃণমূল কর্মী। পরেশ দাস পেশায় একজন অটোচালক।
জানা যায়, গতকাল রাত প্রায় ১১ টা নাগাদ পরেশ দাস দিদির বাড়িতে গাড়ি রেখে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পরেশ দাসকে লক্ষ্য করে বিজেপি আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী বোমা ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। এরপর আহত ওই তৃণমূলকর্মীকে নিয়ে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও বিজেপি ঘটনাটির সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবী করা হয়েছে এই ঘটনার সাথে বিজেপির কোনো কর্মী জড়িত নেই।
ঘটনাটির প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা বাপি ঘোষ বলেছেন, “পরেশ আমাদের দলীয় কর্মী। তৃণমূল করে বলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওর উপরে আক্রমণ করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে যদি পুলিশ অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। তখন জনগণই ঘটনাটির বিচার করবে”।
ইতিমধ্যে পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।