নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ দিল্লির মহিপালপুরে র্যাডিসন হোটেলের কাছে একটা জোরালো বিস্ফোরণ হয়। এরপর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। ইতিমধ্যে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। উল্লেখ্য, তিন দিন আগেই দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়। তারপরে এই বিস্ফোরণের খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর, এক ব্যক্তি গুরুগ্রাম যাচ্ছিলেন। যাওয়ার পথে র্যাডিসন হোটেলের সামনে জোরালো বিস্ফোরণের শব্দ শোনেন। এরপর তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর দেন। দমকল বিভাগেও খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো বিস্ফোরণের চিহ্ন পায়নি। পরে পুলিশ খোঁজ-খবর নিয়ে জানতে পারে যে, একটি বাসের টায়ার ফেটে বিস্ফোরণ হয়েছে। হোটেলের সিকিউরিটি গার্ডও জানান, “বাসটি ধৌলা কুয়ার দিকে যাওয়ার সময় বাসের পিছনের দিকে একটি টায়ার ফেটে যায়। সেই শব্দ থেকেই আতঙ্ক ছড়ায়।

গত সোমবার দিল্লির লালকেল্লার কাছে নাশকতামূলক হামলা হয়। সাদা রঙের একটি আই-২০ গাড়িতে বিস্ফোরণ হয়। পরপর গাড়িতে বিস্ফোরণ হতে থাকে। কমপক্ষে বারো জন ছিন্নভিন্ন হয়ে যান। অনেকে আবার আহতও হয়েছেন। এই হামলার পিছনে সন্ত্রাস যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই গাড়িতে ডঃ উমর নবি ছিলেন। আর আরেক চিকিৎসক মুজাম্মিলের ভাড়া নেওয়া বাড়িতে এই বিস্ফোরক মজুত ছিল। মহিলা চিকিৎসক শাহিন শাহিদ এই গোটা ঘটনার মূল চক্রী ছিলেন। সকলেই আল-ফালাহ মেডিক্যাল কলেজে কর্তব্যরত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here









