নিজস্ব সংবাদদাতাঃ খড়দহঃ আজ খড়দহের ঈশ্বরীপুর এলাকায় একটি রঙের কারখানায় আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারখানায় একাধিক রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আর চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা এবং দাবদাহ এতটাই যে পরে আরো তিনটি ইঞ্জিন এসে পৌঁছায়।
তবে তাতেও দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা ধরে রীতিমতো হিমশিম খেতে হয়। মোট কুড়িটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে এই লেলিহান অগ্নিশিখা তৈরী হয়েছিল। ব্যারাকপুরের পুলিশ কমিশনারও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।
আর যে এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে ওই রঙের কারখানা ছাড়াও পাশাপাশি আরো ছোটো-বড়ো একাধিক কারখানা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যার ফলে অন্যান্য কারখানায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা বেড়ে গিয়েছিল। আর এই বিধ্বংসী আগুন গোটা রঙের কারখানাকে ভস্মীভূত করে দেওয়ার পর তা পাশের একটি গেঞ্জি কারখানাতেও ছড়িয়ে পড়ে। যদিও অগ্নিকাণ্ডের জেরে কারখানায় কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Here