নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বিধানসভার ভোট পরবর্তী অশান্তির জেরে বীরভূমের ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই এই ঘটনার তদন্তে নেমে তৃণমূলের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে যেখানে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৮ জনের নাম রয়েছে।
আর ইলামবাজার তৃণমূল পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতি রবি মুর্মুরও ছিলেন। ওই ঘটনায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও ইলামবাজার ব্লক তৃণমূল সভাপতির ঘনিষ্ঠ নেতা ফজলুর রহমানকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ রবিবাবু বোলপুর আদালতে আত্মসমর্পণ করলেন। তার আবেদনের ভিত্তিতে জামিন দেওয়া হয়। ইতিমধ্য়েই ২৪ জন অভিযুক্ত ওই মামলায় জামিন পেয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
রবিবাবুর আইনজীবী সিদ্ধার্থ চট্টোপাধ্যায় জানান, “রবিবাবুর সরাসরি নাম দেওয়া হয়নি। এমনকি খুনের ঘটনাতেও নাম নেই। শুধুমাত্র সেলটার দেওয়ার জন্য তার নাম উল্লেখ করা হয়েছে।। ইতিমধ্যে আদালত রবিবাবুর জামিন মঞ্জুর করেছে। কারণ যা অভিযোগ আনা হয়েছে সেটা প্রমাণ করা যাবে না।”
Sponsored Ads
Display Your Ads Here