নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ ধর্ষণের চেষ্টার অভিযোগ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনা নদিয়ার চাপড়া থানা এলাকার। খবর ছড়িয়ে পড়তেই নাগরিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে গণধোলাইও দেয় উত্তেজিত জনতা। তাঁকে বর্তমানে চিকিৎসার জন্য চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনাও ছড়িয়েছে এলাকায়।
নির্যাতিতার দাবি, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। মঙ্গলবার রাতে ওই তৃণমূল নেতা তাঁদের বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তখনই চিৎকার শুরু করে দেন মহিলা। তাঁর চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসে। তাঁরাই ওই তৃণমূল নেতাকে ধরে ফেলেন। আটকে রাখা হয়। খবর যায় পুলিশের কাছে।
অভিযুক্তের স্ত্রী আবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ। বুধবার তাঁকে কৃষ্ণনগর জেলা দেয় আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযোগকারী মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হচ্ছে। পুরোদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে ধৃত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতা।
Sponsored Ads
Display Your Ads Here