ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফ থেকে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক ডাকা হয়েছে। গতকাল ভারত দফায় দফায় বৈঠকের পর যা সিদ্ধান্ত নিয়েছে, তাতে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে ধাক্কা খাবে। তাই ওই পরিস্থিতির মোকাবিলা কিভাবে করা যায়, তার রূপরেখা তৈরী করতে শেহবাজ শরিফ বৈঠক ডেকেছেন।
পাকিস্তানের বায়ুসেনাকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। আরব সাগরের পাক নৌবাহিনীর মহড়ার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে পাক সেনাপ্রধান আসিম মুনির কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসেছেন। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পহেলগাম ঘুরে দিল্লি ফেরার পরেই প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক শুরু হয়। আড়াই ঘণ্টা ধরে বৈঠক চলে। আপাতত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে কেবল কূটনৈতিক নয়, পাকিস্তান ভারতের আরো বড়ো কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কা করছে। যার কারণেই পাক প্রধানমন্ত্রীর জরুরী বৈঠক বলে জানা যাচ্ছে। এদিকে, ভারতের সীমান্তগুলিতেও কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। প্রতি একশো মিটার অন্তর সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। এক কিলোমিটার অন্তর সেনা ছাউনি তৈরী করে ফেলা হয়েছে। পাহাড়-জঙ্গল সংলগ্ন রাস্তার ওপর কড়া নজরদারী প্রয়োগ করা রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here