নিউজ ডেস্কঃ গতকাল পাকিস্তানের আন্তর্জাতিক বিমান সংস্থাকে (পিআইএ) ইজারা দেওয়া একটি বোয়িং বিমান কুয়ালালামপুর বিমানবন্দর থেকে বাজেয়াপ্ত করল মালয়েশিয়া। এই ঘটনায় পাকিস্তান সরকারকে চরম অস্বস্তিতে পড়তে হয়েছে। ফলে ইসলামাবাদ মালয়েশিয়া প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছে।
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানকে বিমানটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করতে দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তি অনুসারে প্রায় ৪০ কোটি ডলার দেওয়ার কথা থাকলেও, তা এখনো অবধি পাকিস্তানের বিমান সংস্থাটি মেটায়নি। তাই মালয়েশিয়ার একটি আদালতের নির্দেশেই বিমানটিকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করা হয়।
২০২১ সালে বোয়িং ৭৭৭ বিমানটিকে একই কারণে বাজেয়াপ্ত করা হয়েছিল। তবে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে পাকিস্তান মালয়েশিয়াকে আশ্বাস দিয়েছিল যে, বকেয়া টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। তাই মালয়েশিয়া বিমানটিকে পাকিস্তানে উড়ে যাওয়ার অনুমতি দেয়। প্রসঙ্গত, আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতাও চলছে।