চয়ন রায়ঃ কলকাতাঃ আজ হরিদেবপুরের চান্দির ভিলেজ রোডের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবক ও এক মহিলার দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে। মৃত যুবকের নাম রবীন্দ্র কুমার চৌরাসিয়া।
জানা গিয়েছে, রবীন্দ্র নিজের স্ত্রী-সন্তানকে নিয়ে বেহালায় থাকতেন। তার স্ত্রী তার সাথে যোগাযোগ করতে না পারায় রবীন্দ্রকে খুঁজতে খুঁজতে ওই ফ্ল্যাটে আসেন। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ থাকায় হরিদেবপুর থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রবীন্দ্রকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। আর এক জন মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু এখনো অবধি ওই মহিলার কোনো পরিচয় জানা যায়নি। তবে দু’জনের মৃত্যু কিভাবে হয়েছে, এটি আত্মহত্যা না খুন, পুলিশ তা যথাযথ ভাবে খতিয়ে দেখছে। এছাড়া সম্পর্কের জটিলতার দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে। এর পাশাপাশি মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।
ইতিমধ্যে দু’জনের দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে রবীন্দ্রর স্ত্রী হরিদেবপুরের এই ফ্ল্যাটের খোঁজ পেলেন কিভাবে, তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে।