রাজ খানঃ বর্ধমানঃ এবার বর্ধমানের মেমারি ২ নম্বর ব্লকের পাহাড়হাটি বিডিও অফিসের কাছেই রান্নার গ্যাসের গোডাউন থেকে ১০ টি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার হয়।
এই ঘটনায় ১ জনকে আটক করা হয়।
গোপন সুত্রে খবর পেয়ে মেমারি থানার ওসি দেবাশীষ নাগের নেতৃত্বে মেমারি থানার পুলিশ অভিযান চালায়।
এছাড়াও মেমারি শহর থেকে আরোও একটি অক্সিজেন সিলিণ্ডার উদ্ধার করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ সূত্রে জানা গেছে, করোনা মহামারী সুযোগ নিয়ে চড়া দামে অক্সিজেন সিলিণ্ডার গুলি বিক্রি করা হতো। আজই অক্সিজেন সিলিণ্ডারগুলি স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
যখন দেশ জুড়ে অক্সিজেনের চরম অভাব এমত পরিস্থিতিতে এই ধরণের নিকৃষ্টমানের কাজ অত্যন্ত নিন্দনীয় ঘটনা।