চয়ন রায়ঃ কলকাতাঃ নিট বিতর্কের মধ্যে এবার খাস কলকাতার শেক্সপিয়র সরণি থানা এলাকায় সরকারী মেডিকেল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগে পুলিশ সৌরীশ ঘোষ নামে একটি কোচিং সেন্টারের মালিককে গ্রেফতার করেছে।
অভিযোগ ওঠে যে, কলকাতার বাসিন্দা সৌরীশ ও তার কয়েক জন সঙ্গী সরকারী মেডিকেল কলেজে ভর্তির টোপ দিয়ে আর্থিক প্রতারণা করেন। আর সম্প্রতি একটি মেয়েকে মোটা টাকার বিনিময়ে সরকারী মেডিকেল কলেজে আসন পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল। আর কথা মতো ওই মেয়েটির বাবা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এগারো লক্ষ আশি হাজার টাকা পাঠিয়েছিলেন। আর নগদ আরো পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। এরপর সৌরীশ অভিযোগকারীর বিশ্বাস অর্জনের জন্য তাদের কিছু ভুয়ো নথিপত্রও পাঠিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
সেখানে দেখানো হয়, ইতিমধ্যে ওই মেয়েটি রাজ্যের একটি সরকারী মেডিকেল কলেজে ভর্তির জন্য তালিকাভুক্ত হয়ে গিয়েছে। এরপর ওই মেয়েটির পরিবার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বুঝতে পারে যে, তারা ভুয়ো চক্রের দ্বারা প্রতারিত হয়েছে। তারপর তড়িঘড়ি ওই প্রতারিত পরিবার শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আর পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সৌরীশকে গ্রেফতার করে। এরপর গতকাল তাকে আদালতে পাঠানো হলে বিচারক আগামী ৫ ই জুলাই অবধি পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here