নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ দিল্লির আগ্রার নারিপুরা এলাকায় দুই সন্তান সহ হাসপাতালের মালিক নিজেরই হাসপাতালে চিকিৎসার জন্য সপরিবার ভর্তি হয়েছিলেন কিন্তু আচমকা হাসপাতালে আগুন লেগে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন আরো দু’জন রোগী। তবে বাকিরা নিরাপদেই রয়েছেন।
জানা যায়, বাকি রোগীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হলেও হাসপাতালের মালিক ৪৫ বছর বয়সী রাজন ও ১৪ বছর বয়সী পুত্র ঋষি এবং ১৭ বছর বয়সী কন্যা শালুকে উদ্ধার করতে না পারায় অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, “রাজনবাবুর একতলায় হাসপাতাল ছিল আর দোতলায় পরিবারকে নিয়ে থাকতেন। আজ প্রথম দোতলায় আগুন লাগে এরপর তা হাসপাতালে ছড়িয়ে পড়ে।” প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশ এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিশদে তদন্ত শুরু করেছেন।