নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মধ্যপ্রদেশের চন্দেরীতে এক সাপুড়ে সরকারের কাছে বাড়ি তৈরীর টাকা ও জমি লিজ চাওয়ার অনুরোধ করলেও পুরসভা সেই ডাকে সাড়া না দেওয়ায় রেগে গিয়ে পুরপ্রধানের অফিসে গোসাপ ছেড়ে দেয়। অভিযুক্ত ওই সাপুড়ের নাম তোতারাম।
তোতারামের দাবী, “বার বার জমি লিজ চাওয়ার পরও পুরসভা কোনোরকম পদক্ষেপ গ্রহণ না করায় এই কাণ্ড ঘটিয়েছেন।” পাশাপাশি পরের বার পুরসভায় বিষাক্ত সাপ ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
কিন্তু পুরসভার পাল্টা দাবী, “তাকে বাড়ি তৈরীর জন্য এক লক্ষ টাকা আগেই দেওয়া হয়েছিল। তবে তোতারাম তার মধ্যে ৯০ হাজার টাকা খরচ করে দিয়েছেন।” এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছেন।